Posts

Showing posts from November, 2020

এক নজরে এম এন লারমার জীবনী

Image
মহান নেতা শ্রী মানবেন্দ্র নারায়ণ লারমার জীবনী নাম: মানবেন্দ্র নারায়ণ লারমা ডাক নাম: মঞ্জু জন্ম: ১৫ সেপ্টেম্বর ১৯৩৯ জন্মস্থান: মহাপুরম (মাওরুম), বুড়িঘাট মৌজা, নানিয়ারচর, রাঙ্গামাটি পার্বত্য জেলা (বর্তমানে কাপ্তাই হ্রদের নীচে) বিবাহ: ১৯৭১ সাল পিতার নাম: চিত্ত কিশোর চাকমা মাতার নাম: সুভাষিণী দেওয়ান স্ত্রীর নাম: পঙ্কজিনী চাকমা সন্তান: ১ ছেলে ও ১ মেয়ে; ছেলে – জয়েস লারমা (জ্যেষ্ঠ সন্তান) মেয়ে – পারমিতা লারমা (কনিষ্ঠ সন্তান) ভাইবোন: ১। জ্যোতিপ্রভা লারমা, ডাকনাম – মিনু (বড় বোন) ২। শুভেন্দু প্রভাস লারমা, ডাকনাম – বুলু (বড় ভাই) ৩। জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, ডাকনাম – সন্তু (ছোট ভাই) শিক্ষা জীবন: (ক) প্রাথমিক শিক্ষা – মহাপুরম জুনিয়র হাই স্কুল (খ) ম্যাট্রিক – ১৯৫৮ সাল, রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় (গ) আই এ – ১৯৬০ সাল, চট্টগ্রাম সরকারি কলেজ (ঘ) বি এ – ১৯৬৫ সাল, চট্টগ্রাম সরকারি কলেজ (ঙ) বি এড – ১৯৬৮ সাল (চ) এল এল বি – ১৯৬৯ সাল   কর্মজীবন: (ক) ১৯৬৬ সালে দীঘিনালা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান। (খ) ১৯৬৮ সালে চট্টগ্রাম রেলওয়ে কলোনী হাই স্কুলে প্রধান শিক্ষক ছিলেন। (গ) ১৯৬৯ সালে চট্টগ্রাম ব...