সাম্মাদিঠটি ফাউন্ডেশন উদ্যোগে রাঙ্গামাটি সাজেক ও দিঘিনালা ভৈরফা এলাকায় মানবিক উপহার প্রদান।



কোভিড-১৯ করোনা কারণে সারা পৃথিবীর দুর্ভোগ ও মহামারিতে বিপর্যয় সেখানে পার্বত্য চট্টগ্রামের অসহায়,দুর্গম এলাকা ও কর্মহীন মানুষের মাঝে
আজ ১৯ জুন রোজ শুক্রবার সাম্মাদিঠটি ফাউন্ডেশন উদ্যোগে সাজেকে দুর্গম এলাকার  দুর্ভোগ,কর্মহীন অসহায় হয়ে পড়া  ও দুর্গম এলাকার গরীব অসহায়দের খেতে খাওয়া মানুষের  মাঝে উপহার সামগ্রী পৌছে দেয়া হয়।  সাজেক বন বিহার এলাকায় আজ তাদের হাতে 
 বিভিন্ন গ্রাম থেকে মোট ১০৭ পরিবারেে হাতে এই উপহার সামগ্রী দেয়া হয়।

কোভিড-১৯ এর কারনে আজ সকালে ৯ টায় দিঘিনালা ভৈরফা গ্রামে কর্মহীন ও অত্যান্ত গরীব চাকমা ও ত্রিপুরা পরিবারদেরকে সম্মাদিট্ঠি ফাউন্ডেশন এর উদ্দ্যেগে ৪৫ পরিবারকে উপহার সামগ্রী সহায়তা দেওয়ার হয়৷

জগতের সকল প্রানী সুখী হোক৷৷

সাম্মাদিঠটি ফাউন্ডেশন
মহালছড়ি, খাগড়াছড়ি।

Comments

Popular posts from this blog

আদিবাসী অধিকার বিষয়ক জাতিসংঘ ঘোষণাপত্র