দরিদ্র মেধাবী অনাথ শিক্ষার্থীদের এইচ এস সি ভর্তি সহায়তায় এগিয়ে আসুন।
পাহাড়ের বুকে শিক্ষার আলো ছড়িয়ে দিতে অসহায় গরীব পিতামাতাহীন অনাথ শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা লাভে কলেজে ভর্তি করিয়ে দিতে "দরিদ্র মেধাবী অনাথ শিক্ষার্থীদের এইচ এস সি ভর্তি সহায়তা কমিটি/২০২০" নামে অস্থায়ী ফান্ড সৃষ্টির লক্ষ্যে পাঁচ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হইয়াছে।
কমিটি নিম্নরূপঃ
১/আহ্বায়কঃ শান্তময় চাকমা(সভাপতি) মানবিক কল্যাণ সংঘ।
২/প্রিয়দর্শী চাকমা (পুলিশ ইন্সপেক্টর)চট্টগ্রাম জেলা।
৩/তাপস চাকমা (অর্থ সম্পাদক)মানবিক কল্যাণ সংঘ।
৪/রবিধন চাকমা (ছাত্র)চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
৫/অনন্তহীন চাকমা(ছাত্র)রাঙ্গামাটি সরকারী কলেজ।
সার্বিক যোগাযোঃ ০১৭১৬৪০৫৫৭৬।
পার্বত্য চট্টগ্রাম তথা বাংলাদেশ ও বিদেশের সকক মানবিক সাহার্য্য দাতা,দানশীল ব্যক্তি,শিক্ষানুরাগী, সমাজকর্মী,সাংবাদিক,বিভিন্ন পেশাজীবি, মানবতাবাদীসহ সকল মহলকে এগিয়ে আসার জন্য আহ্বান করা যাচ্ছে।
গরীব মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চাইলে বিকাশ করতে পারেন এই নাম্বারগুলিতে - ০১৭১৬৪০৫৫৭৬ / ০১৫৫৮৯১৩৪৭৮ বিকাশ (পার্সোনাল)।
Comments
Post a Comment