"সঙ্গিনী"


চপলা,চঞ্চলা,উচ্ছল,উর্বশী
মুখখানী গোলগোল যেন পূর্ণিমার শশী ।

মাথা ভরা কালো কেশ কুটিতে ঝুলন্ত,
বাতাসের সাথে খুঁজিয়া হয়েছে ক্লান্ত।

কপালে কালো তিল,আধাঁরের লিপ্ত,
কাজল মাখা কালো চোখ দুটি অনুরাগে সিক্ত।

লাউয়ের ডগায় মত নিরাবরণ বাহু দুখান,
পরশ আবেশে জুড়াতে পারে আমার মন প্রাণ।

নিটল,মসৃন তুল তুলে দুটি গালে,
সৃর্যের সোনালি আলো প্রতিদিন যায় খেলে।

লজ্জ্বা শীলা নম্র স্বল্প ভাষিনী,
কোকিল কন্ঠী সুভাষিনী সুহাসিনী রমনী।

ধর্ম,কর্ম ও পোষাকে এক পাহাড়ী লালনা,
চলনে,বলনে কোথাও নেই কোন ছলনা।

দেহের চেয়ে সুন্দর তার মন,
তার চেয়ে সুন্দর তার আচরণ ।

মাটির মলিন ধারায় যেন স্বর্গীয় জ্যোতি,
আমার দেহ_মনে ছড়িয়েছে দ্যুতি।

মুখটি তার চির চেনা মনে হয়,
মেয়েটি কেবল আমার অচেনা রয় ।

কোথায় হতে এলে সেকি পরিচয় তোমায়,
আধো ঘুমে আধো জাগরণে কেন এত অভিসার ।

তোমায় নিয়ে ভাবনা কেন,কি আমার চাওয়া?

হয়ত আমার প্রেমিকা কিংবা সহ- ধর্মীনি,
সে কবে থেকেই,তুমি আমার কাব্য লোকের সঙ্গিনী পাহাড়ী লালনা ।।
©সুনয় চাকমামুলিম্মো 

Comments

Popular posts from this blog

আদিবাসী অধিকার বিষয়ক জাতিসংঘ ঘোষণাপত্র

প্রসঙ্গ জাতীয়তাবাদঃ তুষার শুভ্র তুলু

আদিবাসী অধিকার কি,এগুলো কোথায় পাবো ?