বাঘাইছড়ি উপজেলার দুলুবন্যা গ্রামের যুব সমাজের করোনা সচেতনতা
বাঘাইছড়ি উপজেলার দুলুবন্যা গ্রামের যুব সমাজের করোনা সচেতনতা
বৈশ্বিক মহামারি কোভিড -১৯ করোনা সংক্রমন বাংলাদেশে শহর অঞ্চল তথা পার্বত্য চট্টগ্রামে আনাচে-কানাচে ছড়িয়ে পড়েছে।
কোভিড-১৯ এর প্রভাব নিজেদের গ্রামের সুরক্ষার জন্য এবং ভবিষ্যতের কথা চিন্তা করে ৩৫ নং বঙ্গলতলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দুলুবন্যা গ্রামের যুব সমাজ বসে নেই,তারা নিজেরাই যুব সমাজের উদ্যোগে কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমন রোডে বাড়ি বাড়ি গিয়ে করোনা বিষয়ে জনসচেতনতা প্রচার চালাচ্ছে সাথে করোনা সংক্রম রোডে জনসচেতনতা মুলক লিফলেট বিতরণ কর্মসূচী চালিয়ে যাচ্ছে এবং গ্রামের বিভিন্ন দোকান-যানবাহনগুলোতে জীবানুনাশক পাউডার স্প্রে করছে।
৩৫ নং বঙ্গলতলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দুলুবন্যা গ্রামের যুব সমাজ কোভিড-১৯ করোনা প্রতিরোধ টিমের কাজে সন্তুষ্ট হয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাব, আহসান হাবিব জিতু স্যার করোনা প্রতিরোধ সামগ্রী ক্রয় করার জন্য ৳ ১০,০০০ টাকা নগদ অর্থ সহযোগিতা প্রদান করে এবং মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্বাস প্রদান করেন যে,বঙ্গলতুলী ইউনিয়ন দুলুবন্যা গ্রামের স্বাস্থ্য, শিক্ষা, সচেতনাসহ পরবর্তী বিভিন্ন সহযোগিতায় পাছে থাকার।
দুলুবন্যা গ্রামের যুব সমাজ বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তার অর্থ সহযোগিতা টাকা দিয়ে করোনা প্রতিরোধ সামগ্রী ক্রয় করে।
করোনা প্রতিরোধ সামগ্রী ক্রয় করার অবস্হিত টাকা দিয়ে দুলুবন্যা গ্রামের অসচ্ছল কর্মহীন মেহনতী পরিবারের মাঝে নগদ চাউল +তেল +সাবান + হ্যান্ড সেনিটাইজার এবং হ্যান্ড ওয়াস মানবিক সহায়তা উপহার প্রদান করে।
গ্রামের যুব সমাজের করোনা ভাইরাসের সংক্রমণের সচেতনতা দেখে গ্রামের বুদ্ধিজীবি,মুরুব্বি মহল প্রসংশার পঞ্চমুখ।
দুলুবন্যা গ্রামসহ বাঘাইছড়ি উপজেলাকে করোনা ভাইরাসের সংক্রমণের প্রতিরোধে ছাত্র,যুব সমাজ,মুরুব্বি, বুদ্ধিজীবি মহলসহ সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান দুলুবন্যা গ্রামের যুব সমাজ করোনা প্রতিরোধ টিম।
Comments
Post a Comment