আদিবাসী নেতা আলফ্রেড সরেন হত্যার ২০ বছর
আলফ্রেড সরেন হত্যার ২০ বছর : পৃথক মন্ত্রনালয় ও ভূমি কমিশন গঠনের দাবি জাতীয় আদিবাসী পরিষদের শহীদ আলফ্রেড সরেন হত্যার ২০তম বার্ষিকীতে জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলার উদ্যোগে আজ ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার সকাল ১০:৩০টায় মহাদেবপুরের ভীমপুরে শহীদ আলফ্রেড সরেনের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়৷ শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে আলফ্রেড সরেন হত্যার বিচার ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবিতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়৷ এছাড়াও শুরুতেই কদমতলী মোড় থেকে ভীমপুরে আলফ্রেড সরেনের সমাধিস্থল পর্যন্ত ৩ কিলোমিটার পদযাত্রা করেছে জাতীয় আদিবাসী পরিষদ৷ সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, কোষাধ্যক্ষ সুধির তির্কী, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, কেন্দ্রীয় সদস্য বিভূতী ভূষণ মাহাতো, আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নবদ্বীপ লাকড়া, সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক আন্দ্রিয়...