আদিবাসী নেতা আলফ্রেড সরেন হত্যার ২০ বছর

আলফ্রেড সরেন হত্যার ২০ বছর :
পৃথক মন্ত্রনালয় ও ভূমি কমিশন গঠনের দাবি জাতীয় আদিবাসী পরিষদের



শহীদ আলফ্রেড সরেন হত্যার ২০তম বার্ষিকীতে জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলার উদ্যোগে আজ ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার সকাল ১০:৩০টায় মহাদেবপুরের ভীমপুরে শহীদ আলফ্রেড সরেনের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়৷ শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে আলফ্রেড সরেন হত্যার বিচার ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবিতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়৷ এছাড়াও শুরুতেই কদমতলী মোড় থেকে ভীমপুরে আলফ্রেড সরেনের সমাধিস্থল পর্যন্ত ৩ কিলোমিটার পদযাত্রা করেছে জাতীয় আদিবাসী পরিষদ৷



সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, কোষাধ্যক্ষ সুধির তির্কী, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, কেন্দ্রীয় সদস্য বিভূতী ভূষণ মাহাতো, আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নবদ্বীপ লাকড়া, সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, নওগাঁ জেলা সাবেক সভাপতি আমিন কুজুর, নাটোর জেলা সভাপতি প্রদীপ লাকড়া, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, সহ-সাংগঠনিক সম্পাদক দিলীপ পাহান, জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা আহ্বায়ক সুশীল উরাও, সাপাহার উপজেলা সভাপতি ভুট্টু পাহান, আদবাসী যুব পরিষদ নওগাঁ জেলা সভাপতি মার্টিন মুর্মু, আদিবাসী ছাত্র পরিষদ নওগাঁ জেলা সভাপতি সুধীর পাহান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক পলাশ পাহান প্রমূখ৷


সংহতি বক্তব্য রাখেন, বাসদ নওগাঁ জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, নাটোর জেলা সমন্বয়ক দেবাশীষ রায় প্রমূখ৷

সমাবেশে বক্তারা বলেন, আলফ্রেড সরেন হত্যার ২০ বছর পূর্ণ হলেও তার হত্যাকারীদের বিচার হয়নি৷ এটা বাংলাদেশের আদিবাসীদের কাছে চরম কষ্টের বিষয়৷ আদিবাসীরা আজ কতটা অধিকার বঞ্চনার মধ্যে রয়েছে প্রমান হয়৷ আলফ্রেড সরেন আদিবাসীদের অধিকারের জন্য লড়াই করে গেছেন৷ বঞ্চিত মানুষের অধিকারের জন্য লড়াই করতে গিয়ে তিনি হত্যা হয়েছেন৷ কিন্তু রাষ্ট্র দীর্ঘ ২০ বছরেও তার হত্যার বিচার করতে পারেনি৷ রাষ্ট্রে বিচারহীনতার সংস্কৃতি বিরাজমান৷ বক্তারা আরও বলেন, সারাদেশেই আদিবাসীদের উপর অন্যায়, নির্যাতন-নিপীড়ণ, হত্যা, ধর্ষন, ভূমি দখল, উচ্ছেদের মত ঘটনা ঘটছে৷ সেগুলোর বিচার আদিবাসীরা পাচ্ছেনা৷ বিচারহীনতার সংস্কৃতির কারনে আদিবাসীদের উপর মানবাধিকার লংঘনের ঘটনা বেড়েইে চলেছে৷


বক্তাদের দাবি, আলফ্রেড সরেন হত্যার বিচার দ্রুত নিশ্চিত করতে হবে এবং সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠন করতে হবে৷

উল্লেখ্য, ২০০০ সালের ১৮ আগস্ট নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ভীমপুর গ্রামের নির্মমভাবে হত্যা হন আলফ্রেড সরেন৷ তার বাড়ির পাশে প্রায় ৯৫ একর খাস জমি ভূমিহীন ও আদিবাসীদের বন্দোবস্তের দাবিতে আন্দোলন করছিলেন৷ খাস জমির আন্দোলনের কারেনেই তাকে ভূমিদস্যু হাতেম আলী ও সীতেশ ভট্টচার্য ওরফে গদাই এর ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনীর হাতে নির্মমভাবে খুন হতে হয়৷ কিন্তু ২০ বছর অতিবাহিত হলেও এই হত্যাকান্ডের বিচার হয়নি৷
©জাতীয় আদিবাসী পরিষদ

Comments

Popular posts from this blog

আদিবাসী অধিকার বিষয়ক জাতিসংঘ ঘোষণাপত্র

প্রসঙ্গ জাতীয়তাবাদঃ তুষার শুভ্র তুলু

আদিবাসী অধিকার কি,এগুলো কোথায় পাবো ?