খাগড়াছড়ি সরকারি কলেজের একাদশ শ্রেণীর (শিক্ষাবর্ষ-২০২০-২০২১) ভর্তিতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ:
খাগড়াছড়ি সরকারি কলেজের একাদশ শ্রেণীর (শিক্ষাবর্ষ-২০২০-২০২১) ভর্তিতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ:
খাগড়াছড়ি সরকারি কলেজের একাদশ শ্রেণীর (শিক্ষাবর্ষ-২০২০-২০২১) ভর্তিতে সরকার কর্তৃক নির্ধারিত জেলা শহরের কলেজের জন্য ২০০০ টাকার স্থলে ৩২৩২ টাকা পর্যন্ত ভর্তি ফি নেয়া হয়েছে। যা চট্টগ্রাম ও সিলেট বিভাগের যে কোনো সরকারি কলেজের ভর্তি ফির চেয়ে বেশি। করোনার সময়কালে ৮ মাস ধরে কলেজেরর সকল কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল। সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত আগামী কয়েক মাসও হয়তো বন্ধ থাকার আশংকা রয়েছে। তা সত্বেও পরিবহন ব্যায়ের নামে কলেজে একাদশ শ্রেণীর ভর্তিতে ৫০০ টাকা করে বাড়তি আদায় করা হয়েছে। অন্যান্য কলেজ যেমন, চাঁদপুর সরকারি কলেজের ছাত্র/ছাত্রীদের জন্য কলেজ বাস এবং মাস্টাররোল কর্মচারী কর্মরত থাকলেও তারা সরকার নির্ধারিত ২০০০ টাকা ভর্তি ফির বাইরে কোন বাড়তি টাকা আদায় করেনি।
বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমম্বয় সাব-কমিটি
নোটিশ
বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমম্বয় সাব-কমিটি ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে নোটিশটি তুলে ধরা হলঃ
বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমম্বয় সাব-কমিটি
স্মারক নংঃ২২৭/ক/শিম/২০১২(কলেজ)/১২৩৩
২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে নিম্নোক্ত নির্দেশনাবলী অনুসরণ করতে হবে।
* শিক্ষার্থীকে ভর্তি প্রক্রিয়ার পুর্বেই বেসরকারি কলেজে ভর্তির ক্ষেত্রে ভর্তি ফিসহ মাসিক বেতন এবং অন্যান্য যাবতীয় খরচ অবহিত হয়ে সংশ্লিষ্ট কলেজে ভর্তি হওয়ার নির্দেশনা দেয়া হলো;
* অনলাইনে বোর্ড থেকে প্রাপ্ত ভর্তিযোগ্য প্রার্থীদের মেধাক্রম তালিকা কলেজের নোটিশ বোর্ড ও সংশ্লিষ্ট কলেজ/সমমানের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করতে পারবে;
* কোটাপ্রাপ্ত শিক্ষার্থীগন কেবল কোটার উপযুক্ত প্রমাণ্য সনদ দাখিল সাপেক্ষে ভর্তির জন্য বিবেচিত হবে;
★এম.পি.ও.ভুক্ত মফস্পল/পৌর (উপজেলা) এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানসমুহে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সেশন চাড়জসহ ভর্তি ফি সর্বসাকুল্যে ১,০০০/- (এক হাজার) টাকার বেশি আদায় করতে পারবে না;
★ঢাকা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত আংশিক এম.পি.ও.ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমুহে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকার অতিরিক্ত অর্থ আদায় করতে পারবে না।
ঢাকা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত আংশিক এম.পি.ও.ভুক্ত বা এম.পি.ও বর্হিভুর্ত শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং এম.পি.ও বহিভুর্ত শিক্ষকদের বেতন-ভাতা প্রদানের জন্য শিক্ষার্থী ভুর্তির সময় ভর্তি ফি,সেশন চার্জ ও উন্নয় ফিসহ বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৭,৫০০ (সাত হাজার পাঁচ শত) টাকা এবং ইংরেজি ভার্চনে সর্বোচ্চ ৮,৫০০(আট হাজার পাঁচ শত) টাকা গ্রহন করতে পারবে। উন্নয়ন খাতে কোন প্রতিষ্ঠান ১,৫০০(এক হাজার পাঁচ শত )টাকার বেশি আদায় করতে পারবে না;
★ সরকারি কলেজসমুহ সরকারি পরিচয়পত্র অনুযায়ী প্রয়োজনীয় ফি সংগ্রহ করবে;
★বর্তমান COVID-19 অভিবাবকদের আর্থিক অস্বচ্ছলতার বিষয় বিবেচনা করে দরিদ্র, মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থী ভর্তিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমুহ উল্লেখিত ফি যতদুর সম্ভব মওকুফের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে;
★ কোন শিক্ষার্থী অনুমোদিত ফি-এর অতিরিক্ত কোন ফি প্রদান করবে না এবং অনুমোদিত সকল ফি রশিদের মাধ্যমে প্রদান করবে;
প্রফেসর মু.জিয়াউল হক
চেয়ারম্যান
মাধয়মিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড,ঢাকা
ও
সভাপতি, বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।
০৭/০৯/২০২০
খাগড়াছড়ি সরকারি কলেল,খাগড়াছড়ি
একাদশ শ্রেণীর (শিক্ষাবর্ষ-২০২০-২০২১) ভর্তি নোটিশ
খাগড়াছড়ি সরকারি কলেজের একাদশ শ্রেণীর (শিক্ষাবর্ষ-২০২০-২০২১) ভর্তিতে বাড়তি ফি আদায়ে বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি নোটিশ অমাণ্য করা হয়।
শিক্ষার্থীর অবিভাবক মহল খাগড়াছড়ি সরকারি কলেজের একাদশ শ্রেণীর (শিক্ষাবর্ষ-২০২০-২০২১) ভর্তিতে বাড়তি ফি আদায়ে অসন্তোষ প্রকাশ করে অভিযোগ করলেও খাগড়াছড়ি সরকারি কলেজ প্রশাসন এর নিকট কোন সুরহা পাওয়া যায় নি।
বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি নোটিশ মোতাবেক স্পষ্টভাবে জারীকৃত
বর্তমান COVID-19 অভিবাবকদের আর্থিক অস্বচ্ছলতার বিষয় বিবেচনা করে দরিদ্র, মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থী ভর্তিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমুহ উল্লেখিত ফি যতদুর সম্ভব মওকুফের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে;
কিন্তু খাগড়াছড়ি সরকারি কলেজ প্রসাশন একাদশ শ্রেণীর (শিক্ষাবর্ষ-২০২০-২০২১) ভর্তিতে নির্ধারিত ফি বাইরে বাড়তি ফি আদায় করে।
এই ব্যাপারে জনাব মোঃ আতিকুর রহমান-01556773684 আহবায়ক একাদশ ভর্তি কমিটি,খাগড়াছড়ি সরকারি কলেজ।
ভর্তি সংক্রান্তযাবতীয় তথ্যর জন্য যোগাযোগ করতে পারেন।
ছবি সংযুক্তঃ
১। খাগড়াছড়ি সরকারি কলেজ প্রধান পটক।
২। বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি -নোটিশ।
৩। খাগড়াছড়ি সরকারি কলেজ, খাগড়াছড়ি -নোটিশ।
৪।লক্ষীপুর সরকারি কলেজ,লক্ষীপুর -নোটিশ।
৫। চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর -নোটিশ।
খাগড়াছড়ি সরকারি কলেজ প্রশাসন কর্তৃক একাদশ শ্রেণীর (শিক্ষাবর্ষ-২০২০-২০২১) ভর্তিতে বাড়তি ফি আদায়ের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন ।
-এডমিন
Indigenous culture and lifestyle
21/09/2020
Comments
Post a Comment