খাগড়াছড়িতে সেটেলার বাঙালি কর্তৃক আদিবাসী নারী গণধর্ষণের শিকার,নয় জনের বিরুদ্ধে মামলা



প্রতিকী ছবি

Indigenous culture and lifestyle
নিজস্ব প্রতিবেদকঃ
     
অদ্য ২৪/০৯/২০২০ ইং রোজ বৃহষ্পতিবার খাগড়াছড়ি সদরস্থ "বলপিয়ে আদাম" গ্রামে নিজ বাড়ীতে সেটেলার বাঙালী কর্তৃক গণধর্ষণের শিকার হওয়া ভিক্টিমের (৩৬) সাথে সরাসরি সাক্ষাতে কথা বলে জানা গেল, অদ্য রাত ২.২৬ মিনিটে ৯ জন সেটেলার বাঙালী বাড়ীর মেইন গেইটের উপরের দিকে বেয়ে উঠে ঘরের দরজা ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে গণধর্ষণ করে এবং নগদ ৮,০০০ টাকা ও কয়েক ভরি গহনাসহ লুটপাট করে নিয়ে যায় । ভিক্টিমের বয়ানমতে, এই সময় সেটেলার বাঙালীদের হাতে দা,ছুঁড়ি ও অস্ত্রশস্ত্র সজ্জিত ছিল।
ভিক্টিম জানান,সেটেলারদের কারোর নাম জানা না থাকলেও কিন্তু তাদের সকলের চেহারা পরিচিত এবং তাদের প্রত্যেকের বাড়ী হলো খাগড়াছড়ি সদরস্থ গঞ্জপাড়ার বাঙাল হাটি মৌজা গ্রামে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ভিক্টিম খাগড়াছড়ি সদর হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন এবং উল্লেখিত ঘটনায় ৯ জনের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় গণধর্ষণের মামলা করা হয়েছে বলে জানা যায়।

Comments

Popular posts from this blog

আদিবাসী অধিকার বিষয়ক জাতিসংঘ ঘোষণাপত্র