পাহাড় ও সমতলে অব্যাহত নারী ধর্ষণের ঘটনার প্রতিবাদে খাগড়াছড়ি'র শিল্পী গোষ্ঠীর বিক্ষোভ
পার্বত্য চট্টগ্রাম সহ সারাদেশে অব্যাহত নারী গণধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়ি মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশন (KMBA) এবং গ্রীন সিগন্যাল ব্যান্ড কমিউনিটির খাগড়াছড়িতে বিক্ষোভঃ
নিজস্ব প্রতিবেদক
Indigenous culture and lifestyle
২৯/০৯/২০২০
খাগড়াছড়িতে মানসিক ভারসাম্যহীন আদিবাসী নারীকে গণধর্ষণ এবং সিলেট এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষুদ্ধ মানববন্ধন করেছে আজ সকাল ১১.০০ ঘটিকার সময়ে খাগড়াছড়ি প্রেস ক্লাব প্রাঙ্গনে খাগড়াছড়ি মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশন (KMBA) এবং গ্রীন সিগন্যাল ব্যান্ড কমিউনিটি ।
উল্লেখ্য গত ২৩ সেপ্টেম্বর রাত আনুমানিক আড়াইটার সময়ে ৯ জনের সংঘবদ্ধ একটি দল খাগড়াছড়ি সদরস্থ বলপিইয়ে আদামের একটি বাড়িতে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জ্বিত হয়ে সদর দরজা ভেঙে প্রবেশ করে । উক্ত বাড়ির একটি রুমে মানসিক প্রতিবন্ধী এক নারীকে পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটে ।
ধর্ষণকারীরা যাওয়ার আগে নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায় । অভিযুক্ত ৯ জনের মধ্যে ৭ জনকে পুলিশ আটক করেছে । এর মধ্যে ৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে, আরও একজন অভিযুক্ত জবানবন্দী না দিলে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করে, যার শুনানী আগামী বুধবার হওয়ার কথা রয়েছে ।
অপরদিকে গত শুক্রবার স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের শিকার হন এক তরুণী। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে মোট নয়জনের বিরুদ্ধে ওই তরুণীর স্বামী শাহপরান থানায় মামলা করেন। নাম উল্লেখ করা ছয় আসামি হলেন সাইফুর রহমান (২৮), তারেকুল ইসলাম ওরফে তারেক আহমদ (২৮), শাহ মাহবুবুর রহমান ওরফে রনি (২৫), অর্জুন লস্কর (২৫), রবিউল ইসলাম (২৫) ও মাহফুজুর রহমান ওরফে মাসুম (২৫)। তাঁরা সবাই ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত।
খাগড়াছড়ি মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশন (KMBA) এবং গ্রীন সিগন্যাল ব্যান্ড কমিউনিটি মানববন্ধনের সংক্ষিত সমাবেশে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশন এর সভাপতি দুগ্য মারমা, গ্রীন সিগন্যাল ব্যান্ড কমিউনিটি’র সভাপতি রাসেল চাকমা প্রমুখ ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন,
আজ আমরা নির্বাক। পাহাড়ে এসব হাজার হাজার পাশবিক নির্যাতন, নারী ধর্ষণ, ধর্ষণের পর হত্যা ঘটনার কোনো সঠিক বিচার হচ্ছে না। এসকল বিচারহীনতা সংস্কৃতি পাহাড়ে চলমান থাকায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।যা খুবি উদ্বেগের কারণ।
ধর্ষণের মতো এমন জঘন্য, নেক্কারজনক ঘটনাগুলোর সুষ্ঠু বিচার করে অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী ধর্ষণ ও নিপীড়ন বন্ধ করার জন্য চিহ্নিত অপরাধীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান খাগড়াছড়ি মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশন (KMBA) এবং গ্রীন সিগন্যাল ব্যান্ড কমিউনিটি।
Comments
Post a Comment