Posts

এক নজরে এম এন লারমার জীবনী

Image
মহান নেতা শ্রী মানবেন্দ্র নারায়ণ লারমার জীবনী নাম: মানবেন্দ্র নারায়ণ লারমা ডাক নাম: মঞ্জু জন্ম: ১৫ সেপ্টেম্বর ১৯৩৯ জন্মস্থান: মহাপুরম (মাওরুম), বুড়িঘাট মৌজা, নানিয়ারচর, রাঙ্গামাটি পার্বত্য জেলা (বর্তমানে কাপ্তাই হ্রদের নীচে) বিবাহ: ১৯৭১ সাল পিতার নাম: চিত্ত কিশোর চাকমা মাতার নাম: সুভাষিণী দেওয়ান স্ত্রীর নাম: পঙ্কজিনী চাকমা সন্তান: ১ ছেলে ও ১ মেয়ে; ছেলে – জয়েস লারমা (জ্যেষ্ঠ সন্তান) মেয়ে – পারমিতা লারমা (কনিষ্ঠ সন্তান) ভাইবোন: ১। জ্যোতিপ্রভা লারমা, ডাকনাম – মিনু (বড় বোন) ২। শুভেন্দু প্রভাস লারমা, ডাকনাম – বুলু (বড় ভাই) ৩। জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, ডাকনাম – সন্তু (ছোট ভাই) শিক্ষা জীবন: (ক) প্রাথমিক শিক্ষা – মহাপুরম জুনিয়র হাই স্কুল (খ) ম্যাট্রিক – ১৯৫৮ সাল, রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় (গ) আই এ – ১৯৬০ সাল, চট্টগ্রাম সরকারি কলেজ (ঘ) বি এ – ১৯৬৫ সাল, চট্টগ্রাম সরকারি কলেজ (ঙ) বি এড – ১৯৬৮ সাল (চ) এল এল বি – ১৯৬৯ সাল   কর্মজীবন: (ক) ১৯৬৬ সালে দীঘিনালা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান। (খ) ১৯৬৮ সালে চট্টগ্রাম রেলওয়ে কলোনী হাই স্কুলে প্রধান শিক্ষক ছিলেন। (গ) ১৯৬৯ সালে চট্টগ্রাম ব...

পাহাড় ও সমতলে অব্যাহত নারী ধর্ষণের ঘটনার প্রতিবাদে খাগড়াছড়ি'র শিল্পী গোষ্ঠীর বিক্ষোভ

Image
পার্বত্য চট্টগ্রাম সহ সারাদেশে অব্যাহত নারী গণধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়ি মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশন (KMBA) এবং গ্রীন সিগন্যাল ব্যান্ড কমিউনিটির খাগড়াছড়িতে বিক্ষোভঃ নিজস্ব প্রতিবেদক Indigenous culture and lifestyle ২৯/০৯/২০২০     

চলতি বছর ২০২০ সালে আট মাসে ধর্ষণের শিকার ৮৮৯ জন নারী

Image
চলতি বছর ধর্ষণের শিকার ৮৮৯ জন নারী চলতি বছর ধর্ষণের শিকার ৮৮৯ জন নারী চলতি বছরে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশে ৮৮৯ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এরইমধ্যে ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে ৪১ জন। সেই হিসেবে চলতি বছর প্রতিমাসে গড়ে ১১১ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এ তথ্য জানিয়েছে। সম্প্রতি সংস্থাটির দেয়া এ পরিসংখ্যান থেকে আরও জানা যায়, দেশে ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা দিন দিন বাড়ছে। ২০১৯ সালে ১ হাজার ৪১৩ নারী ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ৭৬ জন। আর আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন ১০ নারী। এছাড়া ২০১৮ সালে ৭৩২ জন এবং ২০১৭ সালে ধর্ষণের শিকার হয়েছেন ৮১৮ নারী।

খাগড়াছড়িতে গণধর্ষণের ঘটনায় সচেতন আদিবাসী ছাত্র সমাজের প্রতিবাদ

Image
খাগড়াছড়ি সদরস্থ বলপিয়ে আদামে সেটেলার বাঙ্গালি কর্তৃক আদিবাসী নারী গণধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি সচেতন আদিবাসী ছাত্র সমাজের।_______________________________________ Indigenous culture and lifestyle ২৬ সেপ্টেম্বর২০২০       খাগড়াছড়ির বলপিয়ে আদাম এলাকায় আদিবাসী চাকমা সম্প্রদায়ের এক নারীকে গতকাল ২৪/০৯/২০২০ বৃহস্পতিবার রাত ২.২৬ মিনেটে মধ্যযুগীয় কায়দায় গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ২০০৫ সালে ভাইকে এবং ২০০৬ সালে বাবাকে হারানোর পর থেকেই অসহায় এই নারী মানসিকভাবে খুবই অসুস্থ ছিলেন বলে জানান তার পরিবারের সদস্যরা।মেয়েটির মায়ের সঙ্গে কথা বলার সময় বার বার তিনি মূর্ছা যাচ্ছিলেন, আর বলছিলেন, ‘কী অপরাধ ছিল আমার অসহায় মানসিক বিপর্যস্ত মেয়েটির? চোখের সামনে মানুষ নামের নরপশুরা আমার অসহায় মেয়েটিকে হাত-পা বেঁধে পাশবিক নির্যাতন করেছে। মেয়েকে পশুদের হাত থেকে বাঁচাতে চাইলে আমাদেরকেও তারা নির্মমভাবে পিটিয়েছে।’কান্না করতে করতে এই মা বলছিলেন, ‘এই দেশ কি আমাদের না? আমাদের নিরাপত্তা কোথায়? আমার মেয়ের ওপর যারা পাশবিক অত্যাচার করেছে, আমি তাদের বিচার চাই।’মেয়েটির আ...

আদিবাসী নারী ধর্ষণের শাস্তি কতদূর!! ইমতিয়াজ আহমেদ

Image
আদিবাসী নারী ধর্ষণের শাস্তি – কতদূর!! মতামত সেপ্টেম্বর ২৫, ২০২০ | ৩:০৮ অপরাহ্ন ইমতিয়াজ মাহমুদ প্রতিবাদ করতে করতে একদিন আমরা ক্লান্ত হয়ে যাব, কিন্তু পাহাড়ে বাঙালি সেটেলাররা পাহাড়ি নারী ধর্ষণে কোনদিন বিরত হবে না। কেন হবে না? বলছি। প্রথমত, আদিবাসী নারী ধর্ষণের অপরাধে আজ পর্যন্ত কোন সেটেলার বাঙালীর শাস্তি হয়েছে? আমার জানা নেই। যদি দুই একটা হয়েও থাকে সংঘটিত অপরাধের সংখ্যার তুলনায় তাঁর সংখ্যা এত নগণ্য এত নগণ্য যে সেগুলি আপনি উপেক্ষা করতে পারেন। (আবার বলছি, আমার জানামতে আদিবাসী নারী ধর্ষণের অপরাধে কোন সেটেলারের বা কোন বাহিনীর কোন সদস্যের কোন শাস্তি হয়নি আজ পর্যন্ত। অনেক ঘটনায় তো মামলাও হয়না।) তাইলে সাধারণের মনে ধারনাটা কি হয়? প্রচলিত বিশ্বাসটা কি দাঁড়ায়? বাস্তব অবস্থা হচ্ছে এই যে, পাহাড়ে সেটেলারদের মধ্যে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নিরাপত্তা বাহিনী বা যতরকম বাহিনী আছে সকলের মনে এইটাই দৃঢ়ভাবে বিরাজ করে যে পাহাড়ি মেয়েদেরকে ধর্ষণ করে ফেললে কোনরকম শাস্তি হবে না। আমি জানি যে সমতলেও এরকম হয়। এখানেও ধর্ষণ বা নারীর প্রতি সহংসতার বিচার ও সাজার হার খুব ভাল না। কিন্তু তবুও তো এখানে বিচার হয়। পুল...

জমি ভোগ করবেন বাসন্তী রেমা,পাচ্ছেন ঘরও

Image
জমি ভোগ করতে পারবেন বাসন্তী রেমা,পাচ্ছেন ঘরও Indigenous culture and lifestyle মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২০ টাঙ্গাইলের মধুপুরে গারো নারী বাসন্তী রেমার কলাবাগান কেটে ফেলা পরিস্থিতিকে কেন্দ্র করে প্রশাসন, বন বিভাগ ও গারো সম্প্রদায়ের নেতৃবৃন্দের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বন বিভাগের দোখলা বাংলোতে এ বৈঠক হয়। এতে গারো নেতৃবৃন্দের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত বাসন্তী রেমাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ঘর ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু ১৫ হাজার টাকা ও শোলাকুড়ি ইউপি চেয়ারম্যান আকতার হোসেনের ৫ হাজার টাকা ইউএনওর মাধ্যমে দেওয়া হবে। বাসন্তী রেমার দখলে থাকা জমি তিনি ভোগদখল এবং কমিউনিটি ফরেস্ট ওয়ার্কারের বাইরেও সুযোগ-সুবিধা পাবেন। বিনা নোটিশে বন এলাকায় কারও কলা, আনারস কৃষি ফসল কাটা হবে না। তাদের অন্যান্য দাবি-দাওয়া প্রশাসনের উচ্চমহলে জানানো হবে। টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা ড. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জামিরুল ইসলাম, ইউএনও আরিফা জহুরা, সহকারী কমিশনার (...

খাগড়াছড়িতে সেটেলার বাঙালি কর্তৃক আদিবাসী নারী গণধর্ষণের শিকার,নয় জনের বিরুদ্ধে মামলা

Image
প্রতিকী ছবি Indigenous culture and lifestyle নিজস্ব প্রতিবেদকঃ       অদ্য ২৪/০৯/২০২০ ইং রোজ বৃহষ্পতিবার খাগড়াছড়ি সদরস্থ "বলপিয়ে আদাম" গ্রামে নিজ বাড়ীতে সেটেলার বাঙালী কর্তৃক গণধর্ষণের শিকার হওয়া ভিক্টিমের (৩৬) সাথে সরাসরি সাক্ষাতে কথা বলে জানা গেল, অদ্য রাত ২.২৬ মিনিটে ৯ জন সেটেলার বাঙালী বাড়ীর মেইন গেইটের উপরের দিকে বেয়ে উঠে ঘরের দরজা ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে গণধর্ষণ করে এবং নগদ ৮,০০০ টাকা ও কয়েক ভরি গহনাসহ লুটপাট করে নিয়ে যায় । ভিক্টিমের বয়ানমতে, এই সময় সেটেলার বাঙালীদের হাতে দা,ছুঁড়ি ও অস্ত্রশস্ত্র সজ্জিত ছিল। ভিক্টিম জানান,সেটেলারদের কারোর নাম জানা না থাকলেও কিন্তু তাদের সকলের চেহারা পরিচিত এবং তাদের প্রত্যেকের বাড়ী হলো খাগড়াছড়ি সদরস্থ গঞ্জপাড়ার বাঙাল হাটি মৌজা গ্রামে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ভিক্টিম খাগড়াছড়ি সদর হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন এবং উল্লেখিত ঘটনায় ৯ জনের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় গণধর্ষণের মামলা করা হয়েছে বলে জানা যায়।